আজকাল সোশ্যাল মিডিয়াতে পেইন্ট ড্রপিং ইফেক্ট বেশ জনপ্রিয় হয়ে উঠেছে তাই আজ আমরা আপানাদেরকে দেখাবো কিভাবে পেইন্ট ড্রপিং ইফেক্ট বানাবেন ফটশপ দিয়ে। আপনি যদি আগে থেকে ফটোশপ না জেনে থাকেন তাহলে সমস্যা নেই আমরা একেবারে ব্যাসিক থেকেই আপনাদেরকে দেখাবো তাই আপনার যদি পূর্ব থেকে ফটোশপ এর কোনো ধারনা না থাকে তাহলেও আপনি করতে পারবেন কারন আমরা আপনাদের কে খুব সহজ একটি পদ্ধতি দেখাবো। তো চলেন শুরু করা যাক।
প্রথমে জেনে নেয় এই ইফেক্ট করার মাধ্যমে আমারা কোন কোন টূল ও কাজ এর সাথে পরিচিত হবোঃ
১। কুইক সিলেকশন টুল।
২। মুভ টুল।
৩। ব্লেন্ডিং মুড।
৪। ক্যামেরা র ফিল্টার
৫। ব্যাকগ্রান্ড রিমুভ করা।
৬। কালার কারেকশন করা।
৭। আরো অনেক বিষয় এর সাথে আমরা পরিচিত হবো।
যা যা প্রয়োজন হবেঃ
নিচের ফাইল গুলা ডাউনলোড করতে হবে।
১। স্পাস ইমেজ
২। ইংক ড্রপিং ইমেজ
যেভাবে করবেনঃ
আপনাদের সুবিধার্থে আমরা ভিডিও দিলাম যেন সহজে করতে পারেন।
প্রয়োজনীয় ফাইল ডাউনলোড করুনঃ
আমাদের সোশ্যাল মিডিয়াতে ফলো করুনঃ
🔍 FIND ME IN SOCIAL MEDIA:
🔗 Facebook: https://www.facebook.com/mehadi965
🔗 Instagram: https://www.instagram.com/mehadi965
🌐 Visit my website: https://www.mehadi.info
====================
👇👇 FOR ANY HELP 👇👇
====================
🔍 LIKE OUR PAGE & JOIN OUR FB GROUP :
🔗 Facebook page: https://www.facebook.com/bd.itech24
🔗 Group: https://www.facebook.com/groups/itech24
🌐 Visit our website: https://www.itech24bd.com
Leave a Reply