ইন্টেল গত ২ যুগ ধরে মার্কেটের সেরা সিপিইউ বা প্রসেসর নির্মাতা কোম্পানি হয়ে আসলেও গত ২-১ বছর ধরে মার্কেট লিডার এ ইম ডি রাইজেন এর কাছে বার বার পরাজিত হচ্ছে এর কারন রাইজেন তাদের অত্যাধুনিক নতুন প্রযুক্তি ব্যবহার করে আসছে এবং অর্কশনীয় মূল্যে তাদের সিপিইউ বা প্রসেসর মার্কেটে সেল করছে এই কারনের প্রযুক্তি প্রেমিরা রাইজেন এর দিকে ছুটে চলেছে কিন্তু সম্প্রতি ইন্টের বাজারে তাদের নতুন টেন জেনারেশনের সিপিইউ বা প্রসেসর রিলিজ করেছে । কি আছে এই টেন জেনারেশনের ইন্টের প্রসেসর এ? ইন্টেল কি তাদের টেন জেনারেশনের প্রসেসর দিয়ে আবারো মার্কেট দখল করতে পারবে ? এবং কাদের জন্যই বা এই টেন জেনারেশনের প্রসেসর! আপনার মনে যদি এই ধরনের প্রশ্ন এসে থাকে তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য।
ইন্টের এবার তাদের টেন জেনারেশনের কোর প্রসেসর এ আসেও তাদের আর্কিটেকচার পরিবর্তন করে নি বরাবরের মতই ১৪ ন্যানো মিটার আর্কিটেকচার ব্যাবহার করেছে কিন্তু ইন্টের এইবারের টেন জেনারেশনের প্রসেসরে ব্যাপক পরির্বতন নিয়ে এসেছে তাদের নবম জেনারেশনের প্রসেসর থেকে। নবম জেনারেশনের শুধু কোর আই ৯ সিরিজ বাদে কোনো সিরিজেই হাইপারঠ্রেডিং দেখা যায় নি কিন্তু এইবারের টেন জেনারেশনের প্রসেসরে ইন্টেল কোর আই ৩, কোর আই ৫, কোর আই ৭ এবং কোর আই ৯ সিরিজের প্রতিটি প্রসেসরেই হাইপারঠ্রেডিং এনাবল করেছে। এছাড়াও থাকছে হাইয়ার ফ্রিকুয়েঞ্চি এবং হাইয়ার সিংগেল কোর স্পীড তাই এইবারের টেন জেনারেশনের প্রসেসর গুলাকে ইন্টেল The world faster gaming processor বলে দাবি করেছে। কিন্তু ইন্টেলের টেন জেনারেশনের প্রসেসর ব্যাবহার করতে হলে লাগবে নতুন সকেটের মার্দারবোর্ড কারন ইন্টেলের টেন জেনারেশনের প্রসেসর LGA-1151 সকেটে সার্পোট করবে না এর জন্য প্রয়োজন হবে LGA-1200 সকেটের। কিছু কিছু বেন্সমার্কে ও দেখা গেছে বর্তমানে বাজারের সকল প্রসেসর থেকে ইন্টেল টেন জেনারেশনের প্রসেসরে টপ গেমিং পারফরমেন্স পাওয়া যাচ্ছে। নিচে ইন্টেলের টেন জেনারেশনের প্রসেসর গুলার কিছু স্পেসিফিকেশন দেওয়া হল।
ইন্টেলের টেন জেনারেশন এবং এ এম ডি এর রাইজেন এর সাথে যদি পার্থক্য করা হয়ঃ

সর্বশেষ কাদের জন্য ইন্টেলের টেন জেনারেশনের প্রসেসর? উত্তর হার্ডকোর গেমারদের জন্য।
আরো পডুনঃ
Leave a Reply