স্মার্টফোন আমাদের অতি প্রয়োজনীয় একটি গ্যাজেট। আজকের যুগে স্মার্ট ফোন ছাড়া একটি দিনও আমরা কল্পনা করতে পারিনা কারন জীবনের প্রতিটি ক্ষেত্রেই আমরা স্মার্টফোনের উপর নির্ভশীল হয়ে আছি। ফোন কল থেকে শুরু করে ম্যাসেজিং, গেমিং, ইন্টারনেট ব্রাউজিং ছাড়াও প্রতিটি ক্ষেত্রে স্মার্টফোন ছাড়া যেন আমাদের একটি মুহূর্তও চলে না। আর সেই স্মার্টফোনটি দীর্ঘসময় চলতে আমাদের দরকার শক্তিশালী ব্যাটারি ব্যাকআপ কিন্তু দুঃখের বিষয় হল আমাদের স্মার্টফোন নতুন অবস্থায় যেমন ব্যাটারি ব্যাকআপ দিয়ে থাকে সেটি দিন দিন কমতে থাকে। তাই আজ আমরা আপনাদের এমন কিছু টিপ্স শেয়ার করবো যার মাধ্যমে আপনারা আপনাদের প্রিয় স্মার্টফোনের ব্যাটারিকে দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখতে পারবেন। সাধারতন আমাদের ফোনে দুই ধরনের ব্যাটারি থাকে যেমন লিথিয়াম আয়ন এবং লিথিয়াম পলিমার। যখন আপনি 0% থেকে 100% চার্জ দেন তখন এক চক্র চার্জ সম্পূর্ন হয়। সুতরাং যখন আপনি 50% থেকে 100% চার্জ দেন তখন এক চক্র চার্জ সম্পুর্ন হতে এইরকম ২ বার চার্জের প্রয়োজন হবে। একটি ভালো ব্যাটারি ১০০০ চক্র বার পর্যন্ত চার্জ করা যায় । সুতরাং আপনি যদি প্রতিদিন ১ টি চার্জ চক্র ব্যবহার করেন তাহলে ১০০০ টি চার্জ চক্র সম্পূর্ন হতে প্রায় ৩ বছর সময় লাগবে। ধরুন আপনি সকালে পেটভরে যদি খান তাহলে একটানা সারাদিন কাজ করতে করতে আপনি অনেক বেশি ক্লান্ত হয়ে যাবেন কিন্তু আপনি যদি একবার না খেয়ে অল্প অল্প করে ৩-৪ বার খান তাহলে আপনি কম ক্লান্ত হবেন ঠিক সেইরকম আমাদের স্মার্টফোনের ব্যাটারিকেও একবারে ফুল চার্জ না দিয়ে বার বার চার্জ করা উচিৎ। একটি অর্দশ চার্জের অনুপাত হল ৪০% থেকে ৮০% মানে ৪০% এর নিচে আর ৮০% উপরে কখনো চার্জ করা যাবে না। এছাড়াও আরো বেশকিছু টিপ্স ফলো করতে হবে। তা নিচে উল্লেখ করা হল।
ব্যাটারির লাইফ বাড়াতে যা করবেনঃ
১. চার্জ সবসময় ২০% থেকে ৮০% বা ৪০% থেকে ৮০% রাখুন
২.ব্যাটারি যেন অতিরিক্ত গরম বা ঠান্ডা না হয় সেদিকে খেয়াল রাখুন
৩.আপনার ফোনের ব্যাটারিটি চার্জ শেষ করে ০% করা বা এটিকে ০% থেকে ১০০% পর্যন্ত চার্জ করা থেকে বিরত থাকুন
৪. ফাস্ট চার্জিং এড়িয়ে চলুন
৫.অনেকদিন ফোনটি ব্যাবহার না করলে আপনার ফোনটিকে ৫০% চার্জ করে রাখুন
৬. অরিজিনাল চার্জার ব্যাবহার করুন
ব্যাটারি ব্যাকআপ বেশি পাওয়ার জন্য যা যা করবেনঃ
১. WiFi ব্যাবহারের সময় যদি ৪জি ৩জি না ব্যাবহার করেন তাহলে নেটওয়ার্ক সেটিং থেকে ২জি করে রাখুন
২. স্কীনের ব্রাইডনেস কমিয়ে রাখুন
৩. ডার্ক থিম বা নাইটমুড অন করে রাখুন
৪. ফেসবুক অ্যাপ ব্যাবহার না করলে সেটি অনইন্সটল বা ফোর্স স্টপ করে রাখুন।
৫.অন্যান্য অ্যাপ্লিকেশনগুলির গুলি যেগুলা বেশি ব্যাটারি নষ্ট করে সেই গুলি খুজেবের করুন।
৬. ব্যাটারি সেভার অন করুন
৭.নেটওয়ার্ক প্রয়োজন না হলে এরারপ্ল্যান মুড অন করুন।
আরো পড়ুন অ্যাপল এর কম দামের আইফোন এসই ২০২০
কি আছে অ্যাপল এর $৭০০ ডলারের চাকায় !
Leave a Reply